নিউজ ডেস্ক:
জাজিরা থানার, বিলাস পুর ইউনিয়নের, চেরাগ আলী বেপারী গ্রামে। স্বামী স্ত্রী উপরে হামলা ঘটনা ঘটেছে। যানা জায় সোমবার সকালে পরিবারে দিরগ দিন দরে পরিবারের চলছে জামেলা পারিবারিক শত্রুতার জের ধরে কতা কাটাকাটি নিয়ে দম্পতির উপর হামলা করেন। স্ত্রী মিম আক্তারের আপন বাবা বিল্লাল মাতবর ও ভাই অনিক মাতবর হামলা চালান। এতে আহত হন স্বামী রিমন মাল ও স্ত্রী মিম আক্তার। স্হানীয়রা স্বামী স্ত্রী দুই জন কে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে জান।